রাষ্ট্র আদিবাসীদের উন্নয়নকে ভয় পায় কেন?
@ধীমান ত্রিপুরা
ফটো : এআই ( AI) থেকে ( উন্নয়ন নামে অনুন্নয়ন)
পাহাড়কে কীভাবে উন্নয়ন করা যায়?
পাহাড় ও পাহাড়ি( ইনডেজিনাস) মুদ্রার এপিট ও ওপিট। আপনি যদি পাহাড়ের গঠনবিন্যাসকে নষ্ট করে উন্নয়ন করেন তাহলে সেখানে পাহাড়ি থাকবে না।
আপনি যদি পাহাড়ীদের বাসস্থান জায়গা সংস্কৃতিকে নষ্ট করে উন্নয়ন করেন তাহলে সেখানে পাহাড় থাকবে না।
উন্নয়নে এই দুটোকে সহবস্থানে রাখা অত্যন্ত জরুরী। উন্নয়ন অর্থ শুধু বস্তুগত উন্নয়ন নয়, সেখানকার কৃষ্টি কালচার( অবস্তুগত) উন্নয়ন না হলে প্রকৃত উন্নয়নটা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে।
আমি উন্নয়ন কর্মী বা উন্নয়ন বিশেষজ্ঞ নই। তবে আমার একাডেমি অনার্স ফাইনালে Development of anthropology এবং Anthropology of development কোর্স পড়তে গিয়ে আমি এইটুকুই বলতে পারি " উন্নয়ন বলতে Down to up প্রসেস উন্নয়ন "। যাদেরকে উন্নয়ন করতে চাচ্ছেন তারা কীভাবে উন্নয়ন হতে চায় সেটি প্রাধান্য দেওয়া।
ধরা যাক, এই মুহুর্তে বাংলাদেশের ৬৪ টি জেলায় কাপড় বন্টন করা দরকার। আপনি যদি তিন পার্বত্য কাপড় হিসেবে রিনা-রিসাই( থামি) পরিবর্তে মেয়েদের কালো পর্দা বিতরন করেন তাহলে এটি উন্নয়নের সাংঘর্ষিক।
ধরা যাক, একজনের বাড়িতে চাল ডাল নেই, সেখানে যদি আপনি উন্নয়ন নামে রঙ্গিন টিভি উপহার দেন, তাহলে সেই জনগোষ্ঠী খালি পেটে টিভি দেখবে, বিনোদনে মক্ত হয়ে কিছুটা সময় ক্ষুধার্ত ভুলে যাবে, নতুবা তার মেধা পরিশ্রমকে আপনি ডিএক্টিব ( অকেজো / নিষ্ক্রিয়) করতে নিরব ভুমিকা পালন করলেন তাকে বিনোদনে ডুবিয়ে রেখে। অথচ রঙ্গিন টিভি পরিবর্তে আপনি চাল ডাল দিলে, সেই ক্ষুধা মিটতো, ক্ষুধা মিটলে পুষ্টি পেয়ে বুদ্ধি হতো, উৎপাদন হতো, দেশ উন্নয়ন হতো। কিন্তু রাষ্ট্র উল্টো পলিসিতে হাঁটতেছে। এই পলিসিটা কি ধীরে ধীরে পাহাড়িকে বিলুপ্ত করার কলাকৌশল?
পানি, বিদ্যুৎ, চিকিৎসা, ঘরে ঘরে খাবারের নিশ্চয়তা না দিয়ে আপনি যদি কোটি টাকা পর্যটন তৈরি করেন তাহলে বলতে হয় বিনোদনে মক্ত রেখে আদিবাসী মেধাকে মেরে ফেলতে চাচ্ছেন।
আপনি যদি আদিবাসীকে বাজার দখল করা সহযোগিতা না করেন তাহলে এই জনগোষ্ঠী পরনির্ভশীল হয়ে পড়বে। এই আত্মনির্ভরশীল বানানো উন্নয়নটা কবে হবে?
যদি কোটি কোটি টাকা খরচ একজন মেজর, ব্রিগেডিয়ার, জোন কমান্ডারদেরকে আপনি দূর্গম ইউনিয়ন পর্যায়ে ৭০/৮০ হাজার বেতন দিয়ে রাখতে পারেন তাহলে কেন ইউনিয়ন পর্যায়ে এএফসিপিএস ডিগ্রীধারী ডাক্তারদেরকে সেখানে রাখতে পারেন না?
পাহাড়িরা কঠোর পরিশ্রমী, আনায়সে পাহাড় উঠতে পারে গায়ে ৩০/৪০ কেজি বোঝা বহন করে বলে আপনারা গর্ববোধ করে লেখালেখি করেন,
কিন্তু এই কঠোর পরিশ্রমিককে আপনি দেশে প্রবাসী কল্যান মন্ত্রনালয়ে মাধ্যমে বিদেশে পাঠানো ব্যবস্থা করতেছে না কেন? অথচো অলস মানুষকে আপনি পয়সা নষ্ট করে ট্রেনিং দিয়ে কর্মঠ বানিয়ে বিদেশে পাঠাচ্ছেন, বিদেশে মাটিতে বাংলাদেশের সুনাম নষ্ট করতেছেন, আদিবাসীকে পাঠিয়ে এই উন্নয়নটা কবে করবেন ?
পর্যটন বানানো জন্য, পাথর বালু তোলার জন্য, বাস্তুচুত্য ক্ষতিপূরণ হিসেবে প্রতি ঘরে ঘরে আপনি লাখ লাখ টাকা দিচ্ছেন, অথচ এর পরিবর্তে ঐ বাস্তুচুত্য এলাকা থেকে ১০ জন বুয়েটে, ১০ জন ঢাকা মেডিকেলে, ১০ জন ঢাকা বিশ্ববিদ্যালয়, ১০ জনকে বিদেশে পড়াশোনা করার ব্যবস্থা করে দিতে পারতেন। এই উন্নয়ন হলো স্থায়ীত্ব দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন এবং প্রকৃত উন্নয়ন। এই টেকসই উন্নয়নকে আপনি ভয় পান কেন?
ধীমান ত্রিপুরা ( নৃবিজ্ঞানের শিক্ষার্থী)
1 Comments
সার উন্নয়নকে ভয় পায় কিনা জানিনা, তবে উন্নয়ন করতে গিয়ে জাতিগোষ্ঠীর ক্ষতি না হয় সেটি যদি রাষ্ট্র বুঝতো । স্যার আপনি যেভাবে এআই থেকে ফটো বানিয়ে নিয়ে লেখার সাথে সামঞ্জস্য করে তুলে ধরছেন, বিশেষ করে যে উন্নয়নে তারা ইনক্লুড হতে পারছে না এ বিষয়টা বেশি চমৎকার ভাবে ফুটে উঠছে ছবিটাতে।
ReplyDelete