বহু রং, বহু পাখি, বহু নদী, বহু ভাষা
বহু সংস্কৃতি, বহুপোশাক, বহু জাতি।
আমার কাছে বাংলাদেশের বৈচিত্র্য মানে!
কোন জাতি উপ, ক্ষুদ্র, চু চাং তুচ্ছ তাচ্ছিল্য হতে পারে না।
আমার কাছে বাংলাদেশের বৈচিত্র্য মানে !
৫০টি জাতির কথা উল্লেখ থাকবে সংবিধানে
মন্দির মসজিদ গির্জা প্যাগোডা থাকবে জনসংখ্যা অনুপাতে।
আমার কাছে বাংলাদেশের বৈচিত্র্য মানে!
শুকরের মাংস, গরু মাংস, নাপ্পি-সিদল, শুটকি রান্না করলে সহ্য করার ক্ষমতা থাকতে হবে, শ্রদ্বা দেখাইতে হবে।
আমার কাছে বাংলাদেশের বৈচিত্র্য মানে !
অন্য ধর্মাবলম্বী বা কমিউনিটি নারীকে ভালবাসতে পারবে, তবে পোশাক সংস্কৃতি চেতনা ভাষা, খাদ্যভ্যাসকেও ভলবাসতে হবে।
রুমে পর্দা পরা নারীকে ভালো চোখে দেখতে হবে, সাথে রিনাই-রিশা, থামি পরা, শাড়ী পরা ওয়েস্টার্ণ পরাকেও।
ধুপ আগরবাতি, বাজনা শংক, আজান সবই সহ্য করার ক্ষমতা থাকতে হবে।
ফটো: এআই থেকে বানিয়ে নেওয়া
আমার কাছে বাংলাদেশের বৈচিত্র্য মানে !
বিশ্ববিদ্যালয় হলগুলোতে হিন্দু বৌদ্ধ খিষ্টান মুসলিম সবারই প্রার্থনা কক্ষ থাকতে হবে।
হিন্দুরা অন্য ধর্মাবলম্বীকে নন-হিন্দু বলতে পারবে, মুসলিমরাও অন্য ধর্মাবলম্বীকে অমুসলিম বা নন মুসলিম বলতে পারবে।
কিংবা ত্রিপুরারা বাকিদেরকে নন-ত্রিপুরা একই সাথে চাকমারা ও নন চাকমা বলতে পারবে। নতুবা এই ধরনে শব্দগুলোকে দাফন দিতে হবে।
আমার প্রিয় বাংলাদেশের বৈচিত্র্য মানে বুঝি !
সারা পৃথিবীর মানুষ এই দেশের এসে পড়াশোনা করুক, ব্যবসা করুক, চাকরী করুক, ভ্রমন করুক সেই পরিবেশটা তৈরি করি, যাতে করে তাদের সংস্কৃতিতে ভালবাসতে পারি, শিখতে পারি সরাসরি, আমরা এটার জন্য প্রস্তুত তো?
এভাবে যতো বৈচিত্র্য মেনে নিতে শিখবে, ততই সুন্দর বসবাসের উপযোগী হবে সব জায়গায়। শিক্ষা তো এভাবেই হওয়ার দরকার। এই শিক্ষা আমরা কোথায় পাব? বৈচিত্র্যতার শিক্ষা...()
ধীমান ত্রিপুরা
বি.এস.এস (অনার্স), এম.এস.এস (নৃবিজ্ঞান) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
0 Comments