Deman Tripura

আমি তাদের কথা বলছি


বর্ষা তাদের বড্ড প্রয়োজন চাষের জন্য 

কিন্ত ঘর ভেঙ্গে যায় তাদের বর্ষায়। 

কিংবা একদল বৃষ্টিতে ভেজার জন্য 

কত স্বপ্ন বুনে!  

আমি তাদের কথা বলছি না, 

যারা শীতে বারবিকিউ করার জন্য উন্মাদ হয়ে বসে থাকে।

কিংবা আগুন জালিয়ে ক্যাম্প করা জনগোষ্ঠীর কথা।

আমি তাদের কথা বলছি না 

যারা রেস্টুরেন্টে স্বল্প আলোতে নরম চেয়ারে বসে 

খাবার অপচয় করা 

জনগোষ্ঠীর কথা।

আমি তাদের কথা বলছি 

যারা শীত আসলে কাপেঁ ঠান্ডায়। 

ফটো: এই আই (AI) থেকে 


কিংবা কেরোসিন তেলের অভাবে বাতি জ্বালাতে 

না পারা জনগোষ্ঠীর কথা।

যারা ৬ ঋতু দেখার জন্য উন্মাদ হয়ে বসে থাকা 

দেশপ্রেমিকের কথা বলছি না,  

আমি তাদের কথা বলছি 

যারা ডাস্টবিন থেকে খাবার কুড়ে খায় 

কিংবা ফুটপাতে ঘুমায়। 


ধানমন্ডি গুলশান কানাডায় বেগম পাড়া

কিংবা মালয়েশিয়া সেকেন্ড হোমের কথা বলছি না 

আমি তাদের কথা বলছি 

যারা ছুটি পাওয়ার পরও 

প্রিয়জনের সাথে সময় কাটাতে পারে না 

গাড়ি ভাড়া বাঁচাবে বলে।

সন্ধ্যায় হলে অলি-গলিতে 

মাংস চামড়া বিক্রি করতে বের হওয়া, 

আসতে চায় নি,  দারিদ্র্য নিয়ে এসেছে 

আমি তাদের কথাই বলছি।

যে  শান্তির জন্য সংসার পেতেছে 

সে কত  অশান্তি জন্য সংসার ভাঙ্গলো

আমি অনবরত তাদের কথা বলছি,বলার চেষ্টা করছি  

একটু যদি ঠায় দিতে পারি তাদেরকে

আমার লেখনিতে,  

কি বা হবে তাতে?


@ ধীমান ত্রিপুরা (নৃবিজ্ঞানের শিক্ষার্থী)

Post a Comment

0 Comments